পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজুত । নারীর ভূষণ পতি, পতিহীন হলে সতী, কিবা কাজ তাহার জীবন ॥ " শ্ৰই ৰূপে গুণবতী, কাদে ব্যাকুলিতা মতি, যেন মীন হীম হয়ে নীর । তেমন ৰূপের ডালি, ভাবিয়ে হইল কালী, হেরে তাত্রে সফলে অস্থির । শুকাইল বিধুমুখ, দেখিয়ে তাহারু দুখ, ধরায় ধরে ন দুঃখ তার । শরীর হল বিবশ ঘটিল দশ দীদশাঃ ভুবনে ভরিল হাহাকায় ॥ উদ্যানের গক্ষিচয়, খেদে রব হান হয়, তার দুঃখে সকলে দুঃখিত । মালঞ্চে কুঙ্কুম রাশি, ত্যজিল মধুর হাসি, ফুটে'ফুল হইল মুদিত ॥ দেহে নাহি কিছু বল,নেত্ৰে সদা ঝরে জল, ক্রমে কী বর্ণ হল কায় । প্রাণ বলে যাই যাই, মন বলে ভাল তাই, কাজ মাই থাকিয়ে এথায় । এৰূপ হইল যবে, লয়লা জানিল তবে, মৃত্যুকাল আইল তােহর ।