এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
>bre লয়ল মজুনু । তখন জননী তার করে হায় হায় । অজ্ঞান হইয়ে রাম পড়িল ধরায় ॥ কাতর হইয়ে করাঘাত করে ভালে । কঁদিয়ে কাদিয়ে গালাগালি দেয় কালে । আগেতে কি জানি অামি ঘটিবে এমন । তাহলে দিতাম তারে করিয়ে মিলন । কে জানে এমন মনু হয়েছিল তোর । হায় হায় হারালাম সার ধনে মোর। কেন মজিলাম পোড়া, লোকের কথায় । সৰ্ব্বনাশ করি তাঁর রহিল কোথায় ॥ করিলে কি কাল প্রেম কয়েসের সনে । খাইলে মায়ের মাত ওগো স্থলোচনে । জননীরে লয়লা গো ত্যজিলে কেমনে । হায় কোথা গেলে শুন্য করিয়ে ভবনে । অঞ্চলের নিধি মোর কে নিল হরিয়ে"। কে আর ডাকিবে মোরে জননী বলিয়ে । পাইলি কি দোষ মোর নিদারুণ বিধি । কেন রে হরিয়ে নিলি মম প্রাণনিধি । শমন তোমার কিবা কঠিন হৃদয় । দুঃখিনীরে হলে তুমি বিষম নিদয় । এমন সিঁদাল চোর কোথাকারে ছিল ।