এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
লয়লা মজনু । ১৮৯ হেন কালে উদয় হইল সুধাকর। সুধার সমান যার সুশীতল কর । র্তiহার হইল জ্ঞান অনল যেমন । কল্লিতে লাগিল| তারে করিয়ে তর্জন ॥ ওরে ক্ষুধাকর মোরে করিছ দহন । এখনি তোমারে পারি করিতে দমন । ধনুৰ্ব্বাণ এই ক্ষণে আনিয়ে সত্বরে । করিতে পারি রে তোরে খণ্ড খণ্ড শরে } অামার প্রিয়ার রূপ অভি:অপৰূপ । তোমার লাবণ্য প্রায় তার অনুৰূপ ৷ সেই হেতু সছিলাম আমি তোর তাপ । নতুব; দেখিতে তাজি আমার প্রতাপ । এত বলি ভ্ৰমে বুন সুধীরকিশোর। cপ্রয়সীর প্রেম রসে হইয়ে বিভোর ॥ এক বৃক্ষে লাগিয়াছে শণির কিরণ । হেরি চমকিয়ে উঠে মজ নর মন । সেই সুধাকর করে ভাবে গুণাধার। বুঝি দাড়াইয়ে ওই প্রেয়সী আমার ॥ বুঝি মোর উদ্দেশ পাইয়ে প্রাণপ্রিয়ে । দাড়ায়ে অাছেন অভিসারিক হইয়ে । এত বলি মোহিত হইয়ে সেইক্ষণ ।