এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
লয়লা মজনু । పిసి ভুজঙ্গের ভয় সেই করিবে কি মতে । প্রেম বিন সার ধন কি আছে ভুবনে । মোক্ষ প্রাপ্তি হয় শুদ্ধ প্রেমের সাধুনে সাধনের ধন ব্রহ্ম শুদ্ধ প্রেমময় । প্রেম হীন উপাসনা ফলদায়ী নয় ॥ প্রেমের অধীনে মাত্ৰ চলিছে সংসার। বুঝে দেখ বুদ্ধিমানে মনে আপনার শ প্রেম ভরে সতী করে পতির ‘সেবন । প্রেম ভরে পতি করে সতীর পালন ॥ প্রেম ভরে মাত৷ পিতা পুত্ৰ হিত চায়। ংসারের প্রেমে লোক নানা কৰ্ম্মে ধায় ৷ তিলদ্ধ হইলুে প্রেম হীন এ সংসার । সবু শব হয় ক্লিছু নাহি থাকে আর । অতএব প্রেমতে সামান্য ধন নয় । প্রেম ব্রহ্ম প্রেম ব্রহ্ম শ্রেম ব্রহ্মময় । প্রেমের মাহাত্ম্য কেবা পরিবে বর্নিতে { কিঞ্চিত বর্ণন আছে রাসরসামৃতে । কবীন্দ্র শ্রীরসিরসামৃত গ্রন্থকার 1, রচিলাম এই কাব্য সাহাষ্যে র্তাহার ॥ বেদে মজি ঋষিদ্বয় পরব্রহ্মে পান । সেই শকে এগান মহেশচন্দ্র গান ৷ ১৭৭৪