পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ 8 লয়লা মজুন সাধু সম অবনিতে, নাহিক তুলনা দিতে, জন্মিল লয়লা নামে কন্য। ত্ৰিলোকের মনোরমা, সকলের প্রিয়তমা, নিরুপম নারী অগ্রগণ্য । দিনে ২ বাড়ে বালা, নাহি জানে কোন জ্বালা, ধুল। খেল করে অনিবার। কির রূপ... অপৰূপ, মরি কি রসের কুপ, চপলা চমকে কপে তার । বিরলে বসিয়া বিধি, সৃজিল লয়লা নিধি কত বিধি করিয়ে বিচার । শুন শুন সৰ্ব্বজন, স্বস্থির করিয়া মন, কহি ৰূপু কিঞ্চিত তাহার II লয়লার বাল্যাবস্থার কপবর্ণন । চারু চিকুরের শোভা হেরি নব ঘন । মনোদুঃখে বৃষ্টি ছলে কাদে ঘন ঘন। দেখিয়ে বিনোদ বেণী দুঃখে বিষপরী। মনুষ্য মাত্রের হিংসা করে বিষ ধরি II হেরি মুখ শোভা পদ্ম জলে ঝাপ দিল । অভিমানে চন্দ্র গিয়ে আকাশে উঠিল ॥ নয়ন ভঙ্গিতে তার বিশ্ব মনোহরে ।