পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>bゲ লয়লা মজনু । বয়োধিকে বিদ্যা" হওয়া অত্যন্ত দুস্কর ॥ সৰ্ব্ব শাস্ত্রবেত্ত গুরু জুনি এক জন । করিব র্তাহার হস্তে স্বতে সমর্পণ ॥ মন্ত্রিগণ রাজআজ্ঞা পাইয়ে, ত্বরায় । পরম পণ্ডিত এক অনিল সভায় ॥ পণ্ডিত মণ্ডিত সভা মধ্যে দণ্ডধর । কহিলা শিক্ষকবরে ঘোড় করি কর ॥ শুন প্রহে বুধবর করি কৃপা লেশ । নানা শাস্ত্রে মজুহকে দেহ উপদেশ ॥ অাপন সন্তান জ্ঞানে করি বিদ্যা দান । জগতে বিখ্যাত কর বিদ্যুর সম্মান ॥ বিনয়ে পণ্ডিতে পুত্র করি সমর্পণ | পুরস্কার দিলা বহু অমূল্য রতন । রাজপুত্রে সঙ্গে লয়ে শিক্ষক সুজন । cপ্রবেশিলা পাঠশালে হয়ে হৃষ্ট মন । সেই বিদ্যালয়ে লয়ল এল শিখিবারে | হুই জনে মিলে পঠি পড়ে একেবারে }} পরস্পর শুভাদুষ্টে হইল মিলন । কেমনে জানিবে গুরু উভয়ের মন ৷ সৰ্ব্বশাস্ত্রবিশারদ পণ্ডিত প্রবীণ ! কিন্তু উভয়ের মন বুঝ। সে কঠিন ।