এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
লয়লা মজুত । সদা এক, স্থানে রয় ! কে জানে এমন, তেষ্ঠিদর মনন, তা হলে কি এত হয় । ওরে সখীগণ, ধর রে বচন, লয়লারে তোরা অার । পড়িতে না দিবি, গৃহেতে রাখিবি, 'রহিল তোদের ভার ॥ নয়নে নয়নে, রাখিবি যতনে, ছাড়িয়ে কোথা না যাবি । অামার এ কথা, হইলে অন্যথা, হাতে হাতে ফল পাবি । বিদ্যা অবিদ্যার, কাজ নাহি অরি, গুণ হয়ে হল দোষ । এতেক বলিয়ে, শ্রেষ্টিনী চলিয়ে, গেল প্রকাশিয়ে রোষ । লয়লার বিরহ । মায়ের বচনে, ভাবে মনে মনে, লয়লা প্রমাদ গুণি । কি করি উপায়, একি হল দায়, হায় হায় একি শুনি ৷