এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
8° লয়ল মজুনু। আহ৷ মরি পিরীতের কিবা ব্যবহার ॥ প্রেম অবতার মজনু আসিয়ে ভবনে। প্রেয়সীর ৰূপ ধ্যান করে মনে মনে ॥ জরজর কলেবর পিরীতের জ্বরে । ক্ষণে উঠে ক্ষণে বসে ধৈর্য্য নাহি ধরে ॥ ক্ষণের ধরায় পড়ে ক্ষণেক শয্যায়, " এই ৰূপে কৃত কষ্ট্রে,যামিনী পেহায় ॥ প্রভাক্ত হইলে মজনু মনের আবেশে । প্রিয় দরশনে চলে সন্যাসির বেশে ॥ ভস্ম মুখে সৰ্ব্ব অঙ্গে শিরে জটাভার } গলে অস্থি মালা ত্যজি মণিময়-হার ॥ ছিন্নবাস পরে করে করেতে কুরঙ্গ । যোগিবেশে বাড়ে আরে। ৰূপের তরঙ্গ ॥ হেন মনে জ্ঞান হয় দেখিয়ে সে রঙ্গ । খেদে মার মর্যে গিয়ে হয়েছে। অনঙ্গ ।” এই ৰেশে মহাবেশে মাসি সাধুদ্ধারে । ভিক্ষা দেহ বলি মজনু ডাকে বারে বারে ॥ শুনিয়ে নাথের শব্দ শাহরিয়ে ধনী । ভাবে ওই.এসেছেন মের গুণমণি ৷ স্বরায় মায়ের কাছে অবসিয়ে আমনি । মৃদুস্বরে কহে রাম শুন গে৷ জননী ,