পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজনু । 8> দরিদ্র ভিকারি এক জাসিয়ান্ধুে দ্বারে । ভিক্ষ হেতু উচ্চৈঃস্বরে ডাকেবারে বারে | স্বহস্তেতে ভিক্ষ দিলে মহkফল হয় । ভগবান তীরে হন পরম-সদয় । অতএব ওগো, মাগে এই ভিক্ষ চাই । ক্ষুধিত ভিক্ষুকে.আমি ভিক্ষা দিতে যাই ॥ সরল শ্রেষ্টিনী আজ্ঞা দিলেন তখনি । প্রেমিক প্রমিক পাশে চলিল অমনি ৷ তুরায় অাসিয়ে রাম-নাথে সম্ভাষিল । উভয়ে উভয়ে হেরে পরাণ পাইল ॥ এই ৰূপে নিত্য নিত্য নাগরী নগরে । মন সাধ পূরে ভাসে, সুখের সাগরে ৷ এ ভাবেতে কিছু দিন স্থখে গত হয় । 'গুপ্ত কথা কত দিন আর ছাপা রয় ॥ প্রচার হইল ইহা ক্রমেত্তে নগরে । ঘরে ঘরে পরস্পরে, কাণাকালি.করে । যোগিবেশে এসে মজনু প্রেমে মত্ত হয়ে । প্রত্যহ করয়ে ক্রীড়া লয়লারে লয়ে । শুনিয়ে সাধুর ক্কায় এই সমাচার। কপালেতে করায়াত করে,অনিবার বলে ছয় একি দয়,যটিল আবার ।