পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজনু । 8: লইয়ে যাইতে তব প্রিয়ার নিকটে। অইলাম বহু কষ্টে পড়িয়ে সঙ্কটে ॥ তোমার প্রেমেতে মত্ত লয়লা যুবতী। কাদিতেছে নিরবধি গৃহে নাই মতি ॥ কঠিন হৃদয় তব লাহি স্নেহভাব । বিপরীত দেখি তব ভাবের অভাব । অতিশয় দুঃখ সহ করিছে সে প্রাণে । কেহ নাহি জানে শুদ্ধ বিধি কিছু জানে । অতএব চল পুত্র প্রিয় সন্নিধান । তাহার নিকট গিয়ে সুস্থ কর প্রাণ । মজুতু শুনিয়ে বাণী সম্মত হইল । প্রমদ মিলনে তবে গমন করিল । গৃহেতে আনিয়ে স্থপ সস্তানে লইরে। মহিষীর করে তারে দিল সমপিয়ে ৷ নন্দনে পাইয়ে রাণী কোলেতে বসায় । স্নেহভাবে কাদে কত ধরিয়ে গলায় । অধনের ধন তুমি নয়নের তার। কেমনে বাচিব আমি তোরে হয়ে হার ॥ অমুল্যরতন তুমি সংসারের সার। তোমার বিহনে দেখি সকলি আঁধার ॥ প্রেমাসক্ত হয়ে পুত্র হান্নাইজে জ্ঞান ।