এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
었 লয়লা মজুম্ম । উপনীত হল সবে আরৰ নগরে । সাধু আসি,গৃহে লয়ে গেল সমাদরে । জহরত কাজ করা ছিনি। উপর । বসিতে আসন দিল ভূপে সদাগর। সুগন্ধি চন্দন চুয়া নানা পুষ্প হার । পরে ধরে সাজাইয়ে রাখে চমৎকার । সবাকর অঙ্গে দেয় গেলাপ অতির। সৌরভে মোহিত হয় স ৰান্ন অন্তর । মহীপাল সদাগর বসি এক স্থানে । আনন্দিত দুই মনে কথোপকথনে। ভূপতি করেন তবে সদাগর প্রতি । মম নিবেদন এক শুন মহামতি ॥ পুত্র এক আছে মোর পরম সুন্দর । বৃহস্পতি সম সেই বুদ্ধির সাগর ॥ অতি প্রিয়ম্বদ ধীর বয়স,নবীন ! তাহার তুলনা দেয় কে হেন প্রবীণ । তব কন্যা সহ দেহ বিবাহ তাহার । এই নিবেদন মোর নিকটে তোমার ॥ রাজার বচনে সাধু সম্মত হইল । , প্রণয় ভাষেতে তবে উত্তর করিল ॥ এ দ্বীনে করুণা করি আইলে হেথtয় ।