পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৬ লয়লা মজনু । ভাগ্য ক্রমে পাবে আজি বর মনোমত । রাজার মহিষী হয়ে সুখী হবে কত । ত্বরায় ধারণ কর বস্ত্র অভরণ { সুগন্ধি চন্দন কর অঙ্গেতে লেপন !! নয়নে অঞ্জন দেহ করিয়ে রঞ্জন । তাম্বুল ভক্ষণ কর করিয়ে যতন । কেন কেন হলে হেন বিষাদিনী প্রায় । ক্ষান্ত হও রসবতি ধরি তোঁর পায় । সুখের রক্তনী অাজি বিফলেতে যায় । রহিয়াছে তব পতি তোমার আশীয় ! বিলম্বে লয়লা আর নাহি প্রয়োজন । বেশ ভুষ করি শীঘ্র কর আগমন । এৰূপ বচনে ধনী কুপিত হুইয়ে । ঘটfকনী প্রেতি কহে তৰ্জ্জিয়ে গৰ্জ্জিয়ে } শুন ঘটকিনি তুমি আমার বচন । প্রবেধি বাক্যেতে অীর নাছি প্রয়োজন । বিরহ দহনে মোরে করিছে দহন । জীবনের অাশা ত্যন্ত্রি মজুনু কারণ। সেই মম প্রাণ নিধি সেই সে জীবন । দিয়াছেন বিধি মোরে সেই রত্ন ধন ৷ এক বলি কঁাদে বালা ব্যাকুল অন্তরে।