পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

** লয়লা মজনু । এ আশঙ্কর অাশা ত্যজি করহ গমন । নিরর্থক অনুযোগ কিসের কারণ । সেই মম ধ্যান জ্ঞান সেই প্লাণধন । তাহার বিহনে নাহি জানি অন্য জন ৷

  • marango

লয়লার বিবাহের অসম্মতি শ্রবণে মাতার তিরস্কার । স্বর করি ঘটকিনী, হয়ে অতি বিষাদিনী, ধেয়ে যায় গৃহিণীর কাছে। অলি থালু কেশ বেশ, দুৰ্গতির নাহি শেষ, অইল শ্রেষ্ঠিনী যথা অাছে ৷ কহে শুন ঠাকুরাণি, ন শুনে সে হিত বাণী, বসে আছে বিরস বদন । যোগী ষেন যোগাসনে, বসে রহে এক মনে, নাহি কিছু বাক্য আলাপল । বিবাহের বার্রা শুনি, বিষম বিষাদ গুণি, বারি ধারা বহিছে নয়নে । মিছে কেন অকারণ, কর অাঁর জ্বলাভন, বিভা দেহ মজুতর সনে ॥ ঘটকিনী বাণী শুনি, শ্রেষ্ঠিনী প্রমাদ গুণি, শীঘ্ৰ ষায় কন্যার মহলে ।