এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
লয়লা মজুনু ওরে ঘটকিনী শুন আমার উত্তর ॥ অতি জোর করি ধরি লয়লার করে । ত্বরিতে প্রবেশ কর জামাতার ঘরে । মিলাইয়ে দেহ দোছে মুখদ বiসরে ॥ এতেক শুনিয়ে ঘটকিনী ত্বর করি । লয়লারে লয়ে গেল জোরে করে ধরি । ভূপতি তনয়ে কন্যা দিল সমৰ্পিয়ে । বলে সুখে বঞ্চ রাতি কামিনী লইয়ে । এত দিনে হলে তুমি লয়লার পতি । প্রমোদে প্রমদা লয়ে সুখে কর রতি ৷ ইহা বলি ঘটকিনী চলিয়ে আইল । লয়লার কপ দেখি ভূপতি ভুলিল । নত শিরে রহে'বন্য ঈশ্বর স্মরণে । হয় রে বিধাত তোর এই ছিল মনে ॥ বসে ছিল কল্প তার শয্যার উপর । খাট হতে নাবি ধরে প্রেয়সীর কর । তার পরে শয্যোপরে বসাইতে চায় । সাধিয়ে তুষিয়ে কত পড়িয়ে ধরায় ৷ লয়লার ভাব দেখি বিস্মিত झुनझ,। বলে হায় বিধি কেন হইলে নিদয় | মৃদু ভাষে তোষে তারে চরণেতে ধরি । !