পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজুহ । ᎭᎸ কহে নৃপস্থত ইহা করিয়ে রোদন । দারুণ প্রহারে মোর কাতর জীবন !! প্রিয়ার প্রেমের দায় প্রাণ বাঁচ ভার । এ প্রেমের চেয়ে ভাল বিরহ আমার ॥ ইহাতে আমার আর নাহি প্রয়োজন । স্বেচ্ছযি ইহারে অামি করিমু বৰ্জ্জন। বুঝি বা ভাগ্যের বলে ৰচিল জীবন 1, নতুবা ষেতেম আমি শমন ভবন ৷ এত বলি ত্বর করি ত্যজিয়ে আসন । মান মুখে বাহিরেতে করল গমন । ബ লয়লার প্রতি পিতার ভৎসনা । লাজে খেদে ক্রোধে সাধু হইয়ে অধর। কন্যারে ভৎসনা করে ভালে হানি কর ॥ " কু কৰ্ম্মেতে নাহি স্থখ দুঃগ্ল অতিশয়। একবারে জলাঞ্জলি দিলি লাজ ভয় ॥ কুলমান সব গেল তোমার কারণ। কলঙ্ক রুটিল মোর ঘুড়িয়ে ভুবন । তোর মত দুষ্ঠা মেয়ে অাছে কোথা কার । বিবাহ রাত্রিতে করে বরেরে প্রহর । জগত যুড়িয়ে মোরে সবে ব্যঙ্গ করে।