পাতা:ললিতা তথা মানস - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ললিতা।
প্রথম সর্গ

মহারণ্যে অন্ধকার, গভীর নিশায়।
নির্ম্মল আকাশ নীলে, শশী ভেসে যায়॥
কাননের পাতা ছাদ, নাচে শশী করে।
পবন চলিছে তায়, সর্‌সর্‌ স্বরে॥
নীচে তার অন্ধকারে, আছে ক্ষুদ্র নদী।
অন্ধকার মহাস্তব্ধ, বহে নিরবধি॥
ভীম তরুশাখা সব, জলে পরিণত।
গভীর নিষ্পন্দ কায় যেন নিদ্রাগত॥
রেখে স্থির নীরে শির ক্ষুদ্রতরুগণ।
কলিকাস্তবকময় নিদ্রায় মগন॥
শাখার বিচ্ছেদে কভু, শশধর কর।
স্থানে স্থানে পড়িয়াছে, নীল জলোপর॥
ঘোর স্তব্ধ নদী তটে, শুধু ক্ষণে ক্ষণে।
কোন কীট গতায়াতে নাড়া দিয়ে বনে॥