এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২
ললিতা।
শুধু অন্ধকার মাঝে, অলক্ষ্য শরীর!
কোন ভীম পশু ছাড়ে, নিশ্বাস গভীর॥
অসংখ্য পত্রের শুধু, ভীষণ মর্ম্মর।
আর শুধু শুনি এক, সঙ্গীতের স্বর॥
গভীর সঙ্গীত সেই, ভাসে নদী দিয়ে।
ভীম স্তব্ধে বনাকাশ, উঠে শিহরিয়ে॥
কখন কোমল স্থির করুনার স্বরে,
যেন কোন সুখময়ীম মলো প্রেমভরে॥
শুনিয়ে তা মনে হয়, ঈষৎ আভাস,
যেন কত সুখ স্বপ্ন, হয়েছে বিনাশ॥
কি কারণে দুঃখোদয় কিসের স্মরণে,
কিছুই না জেনে তবু, সলিল নয়নে॥
কখন গম্ভীরতর পূর্ণতান ধরে।
সুগভীর মোহে মন গুমুরিয়ে মরে॥
ছেঁড়ে হৃদয়ের ডোর গভীর যাতন।
ইচ্ছে করে গলি গিয়ে মিশিগান সনে॥
ফুলিয়ে উঠিছে ধ্বনি, স্থির শুন্য কেটে।
ইচ্ছা করে গগণেতে উঠে যাই ফেটে॥
আরে যদি সঙ্গীতের দেহ দেখা পাই!
যতনেতে আলিঙ্গিয়া, মোহে মরে যাই॥