পাতা:ললিতা তথা মানস - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নদীতীরে বৃক্ষ নাহি ছিল এক স্থানে । দীর্ঘতুণে চন্দ্রকর জ্বলিছে সেখানে ॥ ছোট গাছে তারামত ফুল্ল পুষ্পদলে । স্থির তার প্রতিৰূপ স্থির নদী জলে । সুখ স্বপ্নে যেন তারা, নিদ্রাভরে হাসে । গগণ গুমুরে মরে, সুখময় বাসে । সেই স্থানে বসি এক নারী একাকিনী । ফুলহীন বনে যেন স্থল কমলিনী । মিশেছে সে চন্দ্রিকার, ভাবে তার চিন্তু : শুধু সে স্বপ্নের ছায়, অসভ্য মনিতা ! যৌবন আশার সম ফুল্ল ৰূপ ভার। দেখিয়া ফিরালে আঁখি, দেখি কিবে বার । যেন যে মধুর ডোরে বাধা তায় মন । স্বৰ্গ মুখ তরে তার না চাই ছেদন । যে ৰূপ ষোবন মোহে কবির ধেয়ায় । বারেক স্বপনে আসি হাসে আর যায় ॥ কি গভীর নিরমল প্রেমের প্রতিমা ! ইচ্ছা করে পায়ে ধরি পুজি সে মহিম }