পাতা:ললিতা তথা মানস - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ললিত । “ নালোনা ’ মন্মথ কয়, “যদিন জীবন রয়, হৃদয়ে রাখিব তোমা ধনে I, বায় বলে বল পতি, কেন এক বলে গতি, স্বামি ছেথা জানিলে কেমনে । 歌 মন্মথ } * অক্তি দিব; দ্বিপ্রহরে, নাহি জানি নিদ্রাস্তরে, ঙ্কিকাল ঘটেছে আচম্বিতে । ম; জানি কিসের লাগি, জলের কল্লোলে জাগি, দেখি আমি এক এ তরিতে f জুয়ারে পুরেছে নদী, তরং নিরবধি । নাচে তাহে শশির কিরণ । ররে হলে ভয় প্রাণে, বিস্ময় হলেম স্থানে, দেখি এই বন্ধুর লিখন ! রাজা জানে বিবরণ, ললিতারে দেছে বন, তব প্রাণু বধিবে আপনি । তোমাকে নিদ্রিত লয়ে, এনেছি এখানে বরে, তার লয়ে পলাও এখনি । তৰ প্রিয় বস্তু ক **