এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ললিতা । উষার প্রখর তারক ধনী । চলিল গজেশগামিনী ৷ উভয়ে মরেছে হৃদি জাতনে । উভয়ে পেয়েছে প্রাণ রতনে। কঁদে ২ ধরি চলে কাননে । গভীর নীরব যামিনী ॥ শিরোপরে শাখ; বিমান মন । আসিবে কেমনে শশিকিরণ । তরল তিমির ভীষণ বন । দেখিয়া শিক্ষরে কামিনী ৷ সাধার আকাশে নক্ষত্রাবলি । তেমনি কাননে কুসম কলি । আমদে হৃদয়ে যেতেছে গলি । সে সব নীরদ দামিনী ৷ ভীষণ তিমিরে ভীষণ স্থির । মাঝে মাঝে খসে পত্র শার্থীর । ধীরে ধীরে ঝরে নিবার নীর। আঁধারে নিরখে রঙ্গিনী ॥ লাগিয়া নিৰ্ব্বরে ইষৎ আলো । দেখে ফুলময় সেঙ্গল কালে ।