পাতা:ললিতা তথা মানস - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ললিত । ∶ግ আঁধারে কুসুম পরশে গাল । শিক্ষরে সরোঞ্জ অঙ্গিনী ॥ যেতে পত্তি সনে চন্দ্ৰবদনী মরি কি সঙ্গীত শুনিল ধর্মী । ললিত মোহন গান্ধীর স্বনি । নিঝর মিনাদ সঙ্গিনী ? নীরব কানন উঠে শিহুরি । শিহরে দুজনে দুজনে ধরি। হৃদয়ে গাখিল আমার মীর । বঁধিল মনঃকুরঙ্গিনী । vు স্তর বনে অন্ধকারে, ভেসে ২ চারিধারে, মোহে তায় দুহজনে, আপনাকে ভুলল । দুজনর মুখ চেয়ে, দুজনারে বুকেপেয়ে, প্রেম আর সেই গানে, এক হয়ে মিলিল ॥ জ্ঞান পেয়ে কহে কেন, এগহনে ধনিছেন, এম্বনি দেবের মেন, চল দেখি যাইয়ে । আমার কহিছে ধনি, শুনি নাই হেনধনি, হরিল কানন ভয়, হৃদয় নাচাইয়ে ।