পাতা:ললিতা তথা মানস - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ললিত । 求> লথ সনে লক্ষ্য করি বনি, চলে বনে শশাঙ্ক বদনী । গুম গাথ তরুদলে, ঘন তম তার তলে, ভয়ঙ্কর নীরব কেমনি । পুৰ্ব্বমত নিকুঞ্জ মগুলে, আসিল সে প্রেমিক যুগলে। পূৰ্ব্বমত সপ্নসম, দুইৰূপ নিরপম, তথা হইতে দুতগেল চলে । 영 কঁাপিয়ে বিষম তয়ে বলে ষ্টারে বিধি । এমন সখেতে কেন হেন কর বিধি ৷ পৃথিবীতে কোন স্থান সুখের কি নয়। কানন বাসে ও কিগে বিপদ নিশ্চয় ! পৃথিবীতে মুখ করে নাছিক কপালে । হে ঈশ্বৰু ক্রোড়ে করি লও এই কালে । দেবতা কুপিত বলি জনাতে ভীত । কিহৰে তৃতীয় রাত্রে দেখিতে চিন্তিত । তৃতীয় নিশীতে গীত আর এক স্থানে । পূৰ্ব্ব মত তথা গিয়া ভয়ে মরে প্রানে । সেই মত পেলে ভয় চতুর্থ রজনী । পঞ্চম রজনী যোগে কোথায় সেৱনি ।