পাতা:ললিতা তথা মানস - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ললিত; } な登 ভীষণ নীরব ! যেন মরেছে ধরনী । সহধাত কাপালে স্তব্ধ অধায় কি স্থনি : খলিছে গম্ভীর স্বরে রে নর যুগল । দেবের নিকুঞ্জে এসে পাও কৰ্ম্মফল । করেবার বর ২, গরঞ্জিল জলধর, মাতিল মরুত ফিরেবার । চয় অশনি ঘন, ক্ৰীমবলে তরুগণ, ম ওশিব নাড়িছে আবার it 6 থামিল ঝটিকারণ, দেখি নিশশেষ । শ্বেত মেঘ ময় কাশ, ক্ষিন ঈী নিশেশ । জ্বলে করে জলময় কানন নিকুঞ্জ । তরুলত। তৃণ ভূম, পুষ্পলতা পুঞ্জ । ফুলময় ছোট খাল বিমল চঞ্চল । ছায়াকারী শাখfহতে ঝরে বিন্দুজল ৷ উজ্বল পুলিন তলে মুনতার মত। মরিয়ে রয়েছে ঝড়ে ললিতা মন্মথ । মানবেরি কি কপাল সংসার কিছর। বছিতে জীবন ভার কে চাহিবে আর ।