পাতা:ললিতা তথা মানস - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o

  • 。 ললিত ।

যতন কুহুম কলি যদি যত আশ । বারেক পবলাঘাতে হুয় হেন নাশ ! এই কি ললিত ছিল এক্ট কি মন্মথ । রে প্রেম দেখরে এসে কি রতু বিগত । নাথ ভুজে মাথাদিয়ে পড়েছে মোহিনী । মুখে মুখে কাদে যেন দুটি সরোজিনী । ললিতার মুখ শশী ভিজে বরিসায় । সরোজ শিশির মাখ। মাটিতে লোটায় { শীতল ললাটে জলে জ্বলে শশধর । জলে ভিজে পড়ে আছে অলক নিকর । লুটায় কবর শির, দীর্ঘ ভূমে পরে । মন্মথ রয়েছে তবু নাহি তুলে ধরে । এখনো গম্ভীর স্থির বসি ৰূপ মুখে । ছাড়িবার মমতার, মোহময় দুখে ॥ সেৰুপ ঘুমায় যেন, সন্ধ্য ধরাপরে : নিজস্তন্ধে ভয় পেরে, নিশ্বাস ম; সরে ৪ স্থির শ্বেত ভাল সেই, নহে নিরমল ? দেখিলে শিহরি হয় শরীর শীতল ৷ পড়ে তায় মরণের, ভয়ঙ্কর ছায় { চন্দ্রিকায় ষেনকালো, কাদম্বিনী কাষ ।