এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
মানস | গরজিছে রেগে রেগে অসংখ্য তরঙ্গ । তমোমাঝে শ্বেত ফেণী আছাড়িছে অঙ্গ । গভীর"গম্ভীর ধীর জলধর প্রনি । ফাটাবে গগণ হৃদি চেচায়ে অশনি । উপরি উপরি রেগে ছিড়িছে শিঙ্গর । সবে যে কন শ্রদ্ভ", "প্রলয় রে নর ॥” ভয়ঙ্কর ভূতগণ, নেচেই ঝড়ে, উচ্চৈঃস্বরে কঁদিবেক ঝড় ন}দ সঙ্গে বিকট বদন ভঙ্গী গিরিপরে চড়ে, ভীম শ্বেত দস্তাবলী দেখা ষ্টয়ে রঙ্গে ! বারেক চমকে দেখি চপল! কারণ { কড়মড় করি করে মানুষ চর্বণ। মৰ্ত্ত হয়ে শুনিব সে ভীষণ সঙ্গীতে । সে যদি গিয়াছে আর ভয় কি এ চিতে । পরেতে গভীর স্থির জগৎসংসার | কাদিয়া ঘুমালো যেন নীল কুমার। যেন তার কৰুনার প্রতিম প্রকাশ । পূজিব গভীর মোহে, বিগত বিলাস । সঁপিয়ার্জীবন মন, যৌবন রতন । এমন সুধীর মনে হইব পতন ।