পাতা:লালন-গীতিকা.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬৪
লালন-গীতিকা

গুরু রূপ ধিয়ানে রয়
কি করবে তারে শমন রায়
সে নেচে গেয়ে ভব পারে যায়
যায় সে গুরুর চরণ-তরীতে॥
উপর বারি সদর-আলা
স্বরূপ রূপে করছে খেলা
স্বরূপ-গুরুর স্বরূপ-চেলা
কে আছে এই জগতে॥
এমনি তায় অঙ্গ ভারী
গুরু বিনে নাই কাণ্ডারী
(ফকির) লালন বলে, ভাসাও তরীরে
যা করেন সাঁই কৃপাতে॥

৯৩

মনরে, কবে ভবে সূর্যের যোগ হয় কর বিবেচনা
চন্দ্রকান্তি যোগ মাস অন্তে ভবে আছে জানা॥
যে জাগে সেই যোগের সাথে
অমূল্য ধন পাবে হাতে
ক্ষুধা তৃষ্ণা যাবে তাতে
এমন ধন খুঁজলে না॥
চন্দ্রকান্তি সূর্যকান্তি
ধরে আছে আলেক কান্তি
যুগল গত হও একান্তি
পাবি উপাসনা॥
অখণ্ড উদ্ভাস রতি
রসিকের প্রাণরসের প্রতি