এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
লালন-গীতিকা \బిషి У о о এ কি আজগবি এ • ফুল । ও তার কোথায় বৃক্ষ কোথায় আছে মূল ॥ ফুটেছে ফুল মন-সরোবর শূন্ত গোফায় ভ্রমরা তার কখন মিলন হয় রে দোহার রসিক হ’লে জানা যায় রে স্থল ৷ সাসু বিন্ধু নাইরে ফুলে মধুকর কেমনে খেলে পড়ে সহজ প্রেমস্থলে • জ্ঞানের উদয় হবে, যাবে ভুল ৷ শনি শুক্র এরা দুইজন সে ফুলে হইল স্বজন সিরাজ সাই বলেরে, লালন ফুলের ভ্রমর কে তা করগা উল। X o X ঠাওর নাই মোর মন-কাণ্ডারী। বুঝি তিরো ধারায় এবার ডুবাই তরী ॥ যেমন মাঝি দিশেহারা, তেমনি দাড়ী মাল্লা তারা, এরা কে কোন দিকে বয় কেউ কারো বশ নয়, পারে যাওয়া কঠিন হ’লে ভারি ॥ ১ এক ২ আছে রে ৩ শুস্থ ৪ ইস্কুলে