এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
o Ա- লালন-গীতিকা এক নদীর তিন বইছে ধারা, নাইকো নদীর কুল-কিনারা, ও সে বেগে তুফান ধায় দেখে লাগে ভয়, ভাসিয়েছি ডিঙ্গা উপায় কি করি ॥ কোথায় হে দয়াল হরি এসে আমার হও কাণ্ডারী তব স্মরণ লয়ে তরণী ভাসিয়ে যাই, অধীন লালন বলে, বুঝি বিপাকে মরি। > o 2. যেদিন ডিস্বভরে ভেসেছিলেন সাই । সেদিন কে হ’লে তার সঙ্গী কাহারে শুধাই ॥ পয়ার রূপ ধরিয়ে সে দেখা দিল ঢেউতে ভেসে কি নাম তাহার পাইনে ? দিশে আগম ইসারায় বলে কহে তাই ॥ স্বষ্টি না করিল যখন কে ছিল তার আগে তখন শুনতে অ-সম ভাব সে বচন, একের কুদরতে হুজনে তারাই ৷ তারে না চিনিতে পারি অধর কেমনে ধরি, লালন বলে, সেই যে নূরী খোদার ছোট নবীর বড় কেহ কয় ॥ ১-১ তারো না পাই