এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭২
লালন-গীতিকা
শুধালে তার অন্বেষণ
মূর্খ দেখে কেউ বলে না॥
আমার হাতের কাছে হয় না খবর
কি দেখতে যাও দিল্লী শহর
সিরাজ সাঁই কয়, লালন রে তোর
সদায় মনের ভ্রম যায় না॥
১০৫
আল্লা বলো মন রে পাখি।
ভবে কেউ কারো দুখের নয় রে দুখী॥
ভুলোনারে ভব ভ্রান্ত কাজে
আখেরে এসব কাণ্ড মিছে,
মন রে, আসতে একা যেতে একা,
একা এ ভব পিরিতের ফল আছে কি॥
হাওয়ায় বন্ধ হ'লে কিছুই নাই
বাড়ির বাহির করে সবাই,
(মন রে) কেবা আপন পর কে তখন
দেখে শুনে খেদে ঝরছে আঁখি॥
গোরের কিনারে যখন লয়ে যায়,
কাঁদিয়ে সবাই জীবন ছাড়তে চায়
ফকির লালন বলে, কারো গোরে
কেউ তো যায় না, থাকতে হয় একাকী॥
১০৬
সামান্যে কি তার মর্ম জানা যায়।
হৃদ্-কমলে ভাব দাঁড়ালে অজান খবর আপনি হয়।