এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
৭৩
দুগ্ধে জলে মিশাইলে
বেছে খায় রাজহংস হ’লে
কারো সাধ যদি যায়, সাধন-বলে
হয় সে হংসরাজের ন্যায়॥
মানুষে মানুষের বিহার
মানুষ হলে দৃষ্ট হয় তার
সে কি বেড়ায় দেশদেশান্তর
পিঁড়েয় পেড়োর খবর পায়।
পাথরেতে অগ্নি থাকে
বের করতে হয় ঠুকনি ঠুকে
দরবেশ সিরাজ সাঁই দেয় অমনি শিক্ষে
বোকা লালন সঙ নাচায়॥
১০৭
মানুষ-তত্ত্ব যার সত্য হয় মনে।
সে কি অন্ত তত্ত্ব মানে॥
মাটির ঢিবি, কাঠের ছবি
ভূত ভাবি সব দেব আর দেবী
ভোলে না সে এসব রূপী,
ও যে মানুষ-রতন চেনে॥
জিন-ফেরেস্তার খেলা,
পেঁচো পেঁচি আলা ভোলা—
তার নয়ন হয় না ভোলা,
(ও সে) মানুষ ভজে দিব্যজ্ঞানে॥
ফেও-ফেঁপি ফেকসা যারা
ভাকা-ভুকোয় ভোলে তারা,