পাতা:লালন-গীতিকা.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
৭৫

রূপের গাছে চাঁদ-ফল ধরেছে তায়,
থেকে থেকে ঝলক দেখা যায়,
ও সে চাঁদের বাজার দেখে
চাঁদ ঘুরনি লাগে,
দেখিস দেখিস, পাছে হোস্‌নে জ্ঞানহারা॥
আলেক নামে শহর আজব কুদরতি
রেতে উদয় ভানু, দিবসে বাতি
যেজন আলের খবর জানে দৃষ্ট হয় নয়নে
লালন বলে, সে চাঁদ দেখেছে তারা॥

১১০

অনেক ভাগ্যের ফলে সে চাঁদ কেউ দেখতে পায়।
অমাবস্যে নাই সে চাঁদে দ্বি-দলে তার কিরণ উদয়॥
বিন্দুমাঝে সিন্ধুবারি,
মাঝখানে তার শূন্য গিরি,
অধর চাঁদের শূন্য পুরী,
সেই তো তিল-প্রমাণ জাগায়[]
যেথা রে সেই[] চন্দ্র ভুবন,
দিবারেতের নাই আলাপন
কোটি চন্দ্র জিনি কিরণ
বিজরী সঞ্চারে সদায়॥
দরশনে দুঃখ হরে
পরশনে সোনা[] করে
এমনি সে চাঁদের মহিমা
লালন ডুবে ডোবে না তায়॥

  1. জায়গায়
  2. সে
  3. পরশ