পাতা:লালন-গীতিকা.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিকা ዓፄ তোমরা যে জান সে বলো বলো মন জুড়াই আজ সেথায় ॥ সাতাশ নক্ষত্র হয় গণন স্বাতী নক্ষত্রের যোগ কখন না জেনে অধীন লালন সাধক নাম ধরে বৃথায় ॥ > >○ দেখরে দিন রজনী কোথা হতে হয় । কোন পাকে দিন আসে ঘুরে কোন পাকে রজনী যায় ॥ কয় দমে দিন চালাচ্ছে বারি, কয় দমে রজনী আখেরি, আপন ঘরের নিকাশ ক’রে যে জানে সে মহাশয় । রাত্রদিনের খবর নাইরে যার কিসের একটা উপাসনা তার নাম গোয়ালা কাজি সার* ফকিরি তার তেমনি ই প্রায় ॥ সামান্তেতে কি যাবে জানা কারিকরের কিবা গুণপনা অধীন লালন বলে তিনটি তারে অনন্ত রূপ কল খাটায় ॥ > > 8 নিচে পদ্ম চড়ক বাণে যুগল মিলন চাদ চকোর । সূর্যের সুসঙ্গে কমল কিরূপে হয় যুগল মিলন ১ ভক্ষণ ২ অমনি ৩ বাইরে খুজে