পাতা:লালন-গীতিকা.djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিকা জান না মন হ’লি কেবল I কামাবেশে মাতোয়ারা ॥ স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ নাহি নপুংসক যে সেহি যে লিঙ্গে ব্ৰহ্মাণ্ডের উপর কি দিব তুলনা তাহার রসিক জনা জানছে এবার অরসিকের চমৎকার ॥ সামর্থীরে পুণ্য জেনে বসে আছ সেই গুমানে যে রতিতে হ’য়ে মতি সে রতির কেমন আকৃতি যারে বলে সুধার পতি ত্রিলোকেরো সেই নেহারী ॥ শুনি শুক্ল চম্পকলি কোন স্বরূপ কাহারে বলি ভূঙ্গ রতির কর নিরূপণ চম্পকলির গুণী যে জন ভাব অনুসারে বলেছে লালন, কি যাবে তায় ধরা ॥ > > Q মায়েরে ভজিলে হয় সে বাপের ঠেকানা । নিগম বিচারে সত্য তাই গেল জানা ॥ পুরুষ পরবাদিকার • অঙ্গে ছিল প্রকৃতি তার ১ পরওয়ারদেগার