এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
লালন-গীতিকা প্রকৃতি প্রকৃতি সংসার স্বষ্টি সব জনা ॥ নিগম খবর নাহি জেনে কেবা সে মায়েরে চেনে যাহার * দীন দুনিয়ার ভার - দিলেন রববান ॥ ডিম্বমধ্যে কেবা ছিল বার হয়ে কারে দেখিলো লালন কয় সে * ভেদ যে পেলো ঘুচিল দিনকানা ॥ > > と。 মধুর দিল-দরিয়ায় যেজন ডুবেছে । সে না সব খবরে জবর হয়েছে ৷ অগ্নি যৈছে ভস্মে ঢাকা অমৃত গরলে মাখা সেইরূপে আছে রসিক স্বজন ডুবাইয়ে মন তার অন্বেষণ পেয়েছে। যে স্তনের দুধ শিশুতে খায় জোকে মুখ লাগিলে সেথা রক্ত পায়, অধমে উত্তম উত্তমে অধম যে যেমন তাই দেখতেছে ৷ ফুগ্ধে জলে মিশলে যেমন হংসরাজ করে ভক্ষণ সেই দুগ্ধ বেছে ৷ ১-১ যাহার ভার দীন দুনিয়ার ২ তার