পাতা:লালন-গীতিকা.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

}- о d 可লিন-গীতিক সিরাজ সাই ফকির বলে, লালন ঘুরে বেড়ায় সব ফিকির না বুঝে ॥ >> n যারে ধ্যানে পায় না মহামুনি । আছে সেই অচিন মানুষ মীনরাপ ধরিয়ে পানি ॥ আজব রঙের মীন বটে সে সাত সমুদ্র জুড়ে আছে সবার হাতের কাছে, চিনতে পারে কোন ধনী ॥ করবে সমুদ্র নির্ণয় কোন যোগে তার কোন ধারা বয় যোগ চিনে ডুবলে তাতে মীনকে ধরা যায় আপনি ॥ যোগ বুঝে মীন পড়ে ধরা জানতে পাল্লে নদীর ধারা সিরাজ সাই বলছে খাড়া, লালন সে ঘাটে খায় চুবনি ॥ >>b" নদীর তির ধারা বয় রে নদীর তির ধার বয় । উহার কোন ধারাতে কি ধন প্রাপ্তি হয় ৷ তারুণ্য কারুণ্য এসে লাবণ্যেতে কখন মেশে যার আছে মন এসব দিশে সচেতন তারে বলা যায় ॥ শক্তি-তত্ত্ব পরম অর্থ সত্য সত্য যাহার হৃদয় ॥