পাতা:লালন-গীতিকা.djvu/১১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিকা তির ধারায় যোগানন্দ কাহার সঙ্গে কি সম্বন্ধ ( তাই ) জানলে ঘোচে মনের সন্দ, প্রেমানন্দ বাড়ে সদায় ॥ আমার হ’ল মতি মন্দ, সে পথে ডুবলে না মন্থরায় ॥ কখন শুকনো নদী, কখন বরষা অতি কোথারে সে কালের স্থিতি সাধকে করেছে নির্ণয় ॥ আমি এ অভাগ। লালন না জেনে ভাবতেছি কিনারায় ॥ > >> নরেকারে ছজন নূরী ভাসছে সদায়। ঝরার ঘাটে যুগ অস্তরে হচ্ছে উদয় ॥ একজন পুরুষ একজন নারী, ভাসছে সদাই বরাবরি উপর-আলা সদর বারি যোগ তাতে দেয় ॥ মাস অন্তে সেই দুইজন৷ আবেশে হয় দেখাশুনা জেনেছে সেই উপাসনা কেউ ভাগ্যোদয়ে ॥ যে জানে সেই দুই নুরীকে সিদ্ধ হবে যোগে জেগে লালন ফকির পড়ল ফঁাকে মনের দ্বিধায় ॥

  • >