পাতা:লালন-গীতিকা.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিকা )*> কি শোভা দ্বি-দলময় । মন-মোহিনী রূপ ঝলক দেয় ॥ কিবা রে রূপের বtখানি লক্ষ লক্ষ যন্ত্র জিনি ফণী মণি সৌদামিনী সে রূপের তুলনা নাই ॥ সহজ স্থ-রাগের গোরা রস-কুপে আছে ঘেরা কিরণে চমকে পারা দ্বি-দলে ব্যাপিত হয় ৷ সে রূপ জাগে যার নয়নে কি কাজ তার ও বেদ সাধনে দীনের অধীন লালন ভনে রসিক হলে জানা যায় ॥ > ミミ、 দেল-দরিয়ায় ডুবিলে সে দরের খবর পায় । নইলে পুথি পড়ে পণ্ডিত হইলে কি হয় ॥ স্বয়ং রূপ দপণে ধরে, মানব রূপ স্থষ্টি করে, ( হে ) দিব্যজ্ঞানী যারা ভাবে বোঝে তারা মানুষ ভজে কার্যসিদ্ধি ক’রে যায় ॥ একেতে হয় তিনটি আকার অযোনী সহজ সংস্কার ( হে )

  • 3