এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
লালন-গীতিক
>૨8
এ বড় আজব কুদরতি । আঠার মোকামের মাঝে জ্বলছে একটি রূপের বাতি ॥
কি বারে কুদরতি খেলা জলের মাঝে অগ্নি জ্বালা খবর জানতে নয় নিরালা,
নীরে ক্ষীরে অাছে জ্যোতি ॥ ছনি মণি লাল জহরে সে বাতি রেখেছে ঘিরে, তিন সময় তিন যোগে - ধরে, ”
যে জানে সে মহারথী ॥ থাকতে বাতি উজ্জলাময়, দেখ না - যার বাসনা হৃদয়,
লালন কয়, কখন কোন সময়
অন্ধকার হবে বসতি ॥
>ミQ
কি সাধনে আমি পাই গো তারে । আমার মন অহৰ্নিশি চায় যাহারে ॥
দান ব্ৰত তপ যজ্ঞ যত তাহাতে সাই হয় না রত,
সাধু-শাস্ত্রে কয় সতত,
মনে কোনটা জানি সত্য করে পঞ্চপ্রকার মুক্তির বিধি, অষ্টদশ প্রকারে সিদ্ধি,
১-১ যোগ সেই ঘরে ২ দেখতে
եյ :