পাতা:লালন-গীতিকা.djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিক ృRa মুখের কথায় কি সে চাদ ধরা যায় রসিক না হ’লে । সে চাদ দেখলে আমনি ত্রিজগৎ ভোলে ॥ সাম্বু রসের উপাসনা না জানিলে রসিক হয় না, গজমোতি গোরোচনা, নানা শস্য যাতে ফলে ৷ মনমোহিনীর মন-হর যে রসে পড়েছে ধরা, জানতে পারে রসিক যারা, অহিমুণ্ডে উভয় ধীর হ’লে ॥ নিগুঢ় প্রেম রস রতির কথা, জেনে মুড়াও মনের মাথা, কেন লালনে ঘুরিস বৃথা, শুদ্ধ সহজ রাগের পথ ভুলে ৷ بbجد لا হ’লাম না রে রসিক ভেয়ে । না জেনে রসের ভেয়ান মরতে হল গরল খেয়ে ॥ গোসাইর লীলা চমৎকার বিষেতে অমৃত পোরা অসাধ্যকে সাধ্য করা ছুলে বিষ উঠে ধাইয়ে ॥ দুগ্ধে যেমন থাকে ননী ভেয়ানে বিভিন্ন জানি به سن