পাতা:লালন-গীতিকা.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিকা ডুবলে রে দেল-দরিয়ায় সে রসের লীলা জানা যায় মানব জনম সফল হয় তার পরশে ॥ তার বামে কুলকুণ্ডলী যোগমায়া যারে বলি লালন কয়, তার স্মরণ নিলে যায় স্বদেশে ৷ 9: মুরশিদ রঙমহলে সদাই ঝলক দেয় । যার ঘুচেছে মনের আঁধার সেই দেখিতে পায় ॥ শতদল অস্তঃপুরী আলিপুরে তার কাছারী দেখিলে সে কারিগরি হ’বি মহাশয় ॥ সজল উদয় সেই দেশেতে অনন্ত ফল ফলে যাতে প্রেম-পাতি-জাল পাতলে তাতে অধর ধরা যায়। রত্ন সে পায় আপন ঘরে সে কি খোজে বাহিরে না বুঝিয়ে লালন ভেড়ে দেশ-বিদেশে ধায় ॥