এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
> লালন-গীতিক। ృ\రిరి বেদে কি তার মর্ম জানে । যে রূপে সাইর লীলা-খেলা আছে এই দেহ-ভুবনে ॥ পঞ্চতত্ত্ব বেদের বিচার, পণ্ডিতেরা করেন প্রচার, মানুষ-তত্ত্ব ভজনের সার বেদ ছাড়া বৈরাগ্যের মনে ॥ গোলে হরি বললে কি হয়, নিগুঢ় তত্ত্ব নিরাল পায়, নীরে ক্ষীরে যুগলে রয়, সাইর বারামখানা সেইখানে ॥ পড়িলে কি পায় পদার্থ, আত্মতত্ত্বে যারা ভ্রান্ত, লালন কয়, • সাধু মোহাস্ত, সিদ্ধি হয় আপনারে চিনে ॥ >S。8 তিল পরিমাণ জায়গাতে কি কুদরতিময় । একজন নাড়া জগৎজোড়া সেইখানেতে বারাম দেয় আমি বলবো কি সেই নাড়ার গুণ-বিচার, চার যুগে তার রূপ নর কেশব, অমাবস্তা নাই সে দেশেতে, দিন সেখানে সদাই রয় ॥