পাতা:লালন-গীতিকা.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিকা సిరి ృ\రిస్రి ও সে রূপের ঘরে অটল রূপ বিহারে দেখ না তোরা । ফণী মণি জিনি রূপের বাখানি তুই রাগে আছে সেই রূপ হল করা । যে জন অনুরাগী হয় রাগের দেশে যায় রাগের তলা খুলে সে রূপ দেখতে পায়। শুদ্ধ রাগেরি করণ বিধি বিস্মরণ লীলা নিত্যের উপর রাগ নেহার ॥ ও সে অটল রূপ সাই ভেবে দেখ তাই সে রূপের তো কভু লীলা নৃত্য দেখায়। যে জন পঞ্চতত্ত্ব নিল, রূপে মজে সে কি জানে অটল রূপ কি ধারা ॥ আছে রূপের দরজায় শ্রীরূপ মহাশয় রূপের তালা ছোড়ান তার হাতে সদাই । যে জন শ্রীরূপ গত হবে তালা ছোড়ান পাবে লালন বলে অধর ধরবে তারা ॥ ՖՎԶԳ ষড় রসিক বিনে কেবা তারে চেনে যার নাম অধরা । শাক্ত শক্তি বুঝে সে রূপে যে মজে বৈষ্ণবের বিষ্ণুরূপ নেহার।