পাতা:লালন-গীতিকা.djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెB লালন-গীতিকা বলে সপ্তপন্থীর মত সপ্তরূপ-বেষ্টিত রসিকের মন নয় তাহে রত, রসিকের মন রসেতে মগন রূপ রস জানিয়ে খেলছে তারা হলে - পঞ্চতত্ত্ব-জ্ঞান পঞ্চ রূপ বাখানি, রসিক বলে সেও তো লীলে রূপ গণি, বেদ বিধিতে যার লীলার নাই প্রচার নিগুম শহরে সাইজী মেরা ॥ যেজন ব্রহ্মজ্ঞান হয় সেও ত কথায় কয়, না দেখে নাম ব্রহ্মসার করে হৃদয় ; স্বরূপ-দপণে রূপ দেখে নয়নে, লালন বলে, রসিক দীপ্ত যারা । بیb(گ S মীনরপে সাই খেলে । রূপে দেখনারে প্রেম-নদীর জলে ॥ প্রেম-ডুবারু না হলে মীন বেদনারে জালে ও সে খার করে মীন রয় চিরদিন প্রেমসন্ধি খুলে ॥ প্রেম-নদীর তীর-সন্ধি খুলতে পারে সেই বন্দী প্রেম-ডুবারু হলে । তবে সে মীন আসবে হাতে আপনার আপনি চলে ৷ ১ করে