এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
৯৭
রসিক যারা সচেতন,
রসরতি টেনে উজান
উজ্জ্বল রূপে উদয় খেলে।
লালন গোঁড়া নেংটি-এড়া
মিছে বেড়ায় রূপ বলে॥
১৪২
না জেনে করণ কারণ কথায় কি হবে।
কথায় যদি ফলে কৃষি তবে বীজ কেন রোপে॥
গুড় বললে কি মুখ মিঠা হয়
দিন না জানলে আঁধার কি যায়
তেমনি জেনো হরি বলায়
হরি কি পাবে॥
রাজায় পৌরুষ করে
জমির কর সে বাঁচেনা রে
তেমনি সাঁইর একরারী কাজ রে
পৌরুষে ছাড়বে॥
গুরু ধর খোদকে চেনো
সাঁইর আইন আমলে আনো
লালন বলে, তবে মন
সাঁই তোরে নিবে॥
১৪৩
জানরে মন সেই রাগের করণ।
যাতে কৃষ্ণ বরণ হ’ল গৌর বরণ