পাতা:লালন-গীতিকা.djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯৮
লালন-গীতিকা

শতকোটী গোপীর সঙ্গে
কৃষ্ণপ্রেম রসরঙ্গে,
সে যে টলের কার্য নয় অটল না বলায়
সে আর কেমন॥
রাধারে কি ভাব কৃষ্ণেরো
কি ভাবে বশ গোপিকারো
সে ভাব না জেনে সে সঙ্গ কেমনে
পাবে কোন জন॥
সাম্য রসের উপাসনা
না জানিলে রসিক হয় না
লালন বলে, সে যে নিগূঢ় করণ
ব্রজে অকৈতব ধন॥

১৪৪

অন্তরে যার সদাই[১] সহজ রূপ জাগে।
নাম বলুক না বলুক মুখে॥
যার[২] কীর্তিকে[২] সংসার
নামের অন্ত নাই কিছু তার
বলুক যে নাম ইচ্ছে হয় যার
বলে যদি রূপ দেখে॥
যে নয় গুরু রূপের আশ্রি
কুজন[৩] যেয়ে ভুলায় তারে
ধন্য যারা রূপ নেহারী
রূপ দেখে রয় ঠিক বাগে

  1. সদায়
  2. ২.০ ২.১ যার কর্তৃক
  3. দুর্জন