পাতা:লালন-গীতিকা.djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

লালন-গীতিকা

নামি চেয়ে রূপ নেহারা
সর্বজয় সিদ্ধি তারা
সিরাজ সাঁই কয়, লালন গোঁড়া
আ’লি গেলি কি লেগে॥

১৪৫

কৃষ্ণ পদ্মেরি[] কথা করোরে দিশে।
রাধা কান্তি পদ্মের উদয় হয় মাসে মাসে॥
না জেনে সেই যোগ নিরূপণ,
রসিক নাম ধরা সে কেমন
অসময়ে চাষ করলে তখন
কৃষি হয় কিসে॥
সামান্য বিচার কর
বিশ্বাস লইয়ে ধর
অমূল্য ফল পেতে পার
তাহে অনায়াসে॥
শুনতে নাই আন্দাজী কথা
বর্তমানে জান হেথা
লালন কয়, সে জন্মলতা
দেখরে কিসে॥

১৪৬

ঘরে বাস করি সে ঘরের খবর নাই।
চার যুগের ঘর চাবি আঁটা ছোড়ান পরের ঠাঁই।

  1. পদ্মের