পাতা:লালন-গীতিকা.djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
১০১

তারে বা কৈ চিনি শুনি
বেড়াই কুপথে॥
এই মানুষে আছেরে মন
যারে বলে মানুষ-রতন
লালন বলে, পেয়ে সে ধন
পারলাম না গো চিনতে॥

১৪৮

খুঁজে ধন পাই কি মতে পরের হাতে
ঘরের কলকাঠি।
শতেক তালা আঁটা মান কুঠী॥
শব্দের ঘর নিঃশব্দের কুঁড়ে
সদায় তারা আছে জুড়ে
দিয়েছি বের নজরে
ঘোর টাটী॥
আপন ঘরে পরের আমি
দেখলাম না রে তার বাড়িঘর
আমি বেহুঁশ মুটে রে কার
মোট খাটি॥
থাকতে রতন আপন ঘরে
একি বেহাত আজ আমারে
ফকির লালন বলেরে,
মিছে ঘরবাটী॥

১৪৯

আছে রে ভাবের গোলা আশমানে তার মহাজন কোথা।
কে জানে কারে শুধাই সেই কথা॥