পাতা:লালন-গীতিকা.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
১০৩

লালন কয়, দেখবি তবে
কি গতি॥

১৫১

করেছে কি শোভা সাঁই রঙমহলে।
অজান রূপে দিচ্ছে ঝলক
দেখলে নয়ন যায় গো ভুলে॥
জলের মধ্যে কলের কোঠা,
সপ্ততোলা আয়না আঁটা
তার ভিতরে রূপের ছটা,
মেঘে যেমন বিজরি খেলে॥
লাল জরদ আর ছনিমণি,
বেড়ে সে রূপের কণি,
দেখতে শোভা যায় অমনি
তারার মালা চাঁদের গলে॥
অনুরাগে যার বাঁধা হৃদয়
তারই সে রূপ চক্ষে উদয়
এড়াইবে শমন দায়
লালন ম'ল অবহেলে॥

১৫২

কে বানালে এমন রঙমহলখানা।
হাওয়া দমে দেখ তারে আসল চেনা॥
বিনাতেলে জ্বলছে বাতি,
দেখতে যেমন মুক্তামতি,