পাতা:লালন-গীতিকা.djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@为8 লালন-গীতিকা প্রেম-বাণে বিক্রমি * তার সনে দেও রণ ॥ মহারস মুদিত কমলে প্রেম শৃঙ্গারে নেওরে খুলে আত্ম সামাল সেই রণকালে কয় ফকির লালন ॥ >\9ఫె যে যাবি আজ গৌর-প্রেমের হাটে । তোরা আয় না মনে হ’য়ে খাটি যেন যাসনে চোটেফাটে প্রেম-সাগরের তুফান ভারি ধাক্কা লাগে ব্ৰহ্মপুরী কৰ্ম্মযোগে ধৰ্ম্মতরী কারো কারো তাতে বেয়ে ওঠে ৷ চতুরালি থাকলে বলে। প্রেমযাজনে বাধবে ফলো হারিয়ে সে সে দুটি কুল কাদাকাটি লাগাবে পথে ঘাটে ॥ আগে পাছে মুখ হয় সয়ে বয়ে কেউ যদি রয়, লালন বলে, প্রেম পরশ পায় সামান্ত মনে কি মন তাই ঘটে ৷ > Q о প্রেম কি সামান্তেতে রাখা যায় । প্রেমে মজলে ধৰ্ম্মাধৰ্ম্ম ছাড়তে হয় ॥ ১ বিক্রমে