এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
লালন-গীতিকা ዻእ¢ দেখরে সেই প্রেমের লেগে হরি দিলো দাসখত লিখে ষড়ৈশ্বর্য তেজ্য করে কাঙ্গাল হয়ে ফেরে নদীয়ায় ॥ ব্রজে ছিল জলদ কালে৷ প্রেম সেধে গৌরাঙ্গ হ’লে৷ সে প্রেম কি সামান্ত বলে, যে প্রেমেরো রসিক দয়াময় ॥ প্রেম পীরিতের এমনি ধারা, এক মরণে দুইজন মরা ধর্মাধর্ম যায় না তারা লালন বলে, প্রেমের রীতি তাই ॥ So S শুদ্ধ প্রেমের প্রেমী মানুষ যে জন হয় । মুখে কথা ক’ক বা না ক’ক নয়ন দেখলে চেনা যায় ॥ মণিহারা ফণী • যেমন - প্রেম রসিকের ফুটি নয়ন, কি দেখে কি করে সেজন কে তাহার অস্ত পায় ॥ রূপে নয়ন ক’রে খাটি, ভুলে যায় সে নামমন্ত্রটি চিত্রগুপ্ত তার পাপ-পুণ্য কিরূপ লেখে খাতায় ॥ ১-১ ফণীর মত